আগরতলা।।আরো এক চোর ধরা পড়লো পুলিশের হাতে। দীর্ঘদিন ধরে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় এসি মেশিনের তার চুরি করে আসছিলো এক দাগি চোর। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে ওই দাগি চোর। ধৃতের নাম নূর ইসলাম হুসেন।
রবিবার বটতলা এলাকা থেকে আটক করা হয় তাকে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি। ধৃত যুবকের বাড়ি বীরগঞ্জ এলাকায়। দীর্ঘদিন ধরে সে আগরতলায় থেকে চুরি কান্ড সংঘটিত করছিলো। এসি মেশিনের তার চুরি করতো বলে অভিযোগ। সোমবার তাকে আদালতে তোলা হয়। পুলিশ তাকে জিগ্গাসাবাদ করে তার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তাদের নাম জানার চেষ্টা করছে।
পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি এই বিষয়টি সাংবাদিকদের জানান। ইদানিং বেশ কিছু চুরির ঘটনায় চোরের দল পুলিশের জালে ধরা পড়লেও চুরির ঘটনা কোনো ভাবেই কমছে না।