আগরতলা।।নেশার কবল থেকে মুক্ত থেকে যুব সমাজ যদি শক্তি, মেধা ও সৃজনশীলতার পথে এগিয়ে যায়, তবেই সুস্থ সমাজ গড়ে উঠবে। যুব সমাজকে নেশা থেকে দূরে থাকতে হবে। নমো যুব যাত্রায় অংশ নিয়ে এই কথা বললেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ঘিরে গত ১৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হয়েছে সেবা হি পাক্ষিক কার্যক্রম। এই বিশেষ কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চা দেশব্যাপী ৭৫টি স্থানে আয়োজন করছে ‘নমো যুব যাত্রা’। রবিবার সকালে রাজধানী আগরতলায় আয়োজিত হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। যেখানে যুব সমাজের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

রবিবার সকালে আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয় নমো যুব যাত্রা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে পতাকা নেড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য কার্যকর্তারা। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, যুব সমাজ যদি নেশার কবল থেকে মুক্ত থেকে শক্তি, মেধা ও সৃজনশীলতার পথে এগিয়ে যায়, তবেই সুস্থ সমাজ গড়ে উঠবে। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যও যুবসমাজকে উৎসাহিত করে জানান, নেশা থেকে দূরে থেকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী প্রজন্ম সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে পারবে।

ভারতীয় জনতা যুব মোর্চার এই উদ্যোগ শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়। বরং এক দৃঢ় অঙ্গীকার নেশামুক্ত সমাজ গড়ার । যুবকদের সক্রিয় অংশগ্রহণ আগামী দিনে সমাজকে নেশামুক্ত করার আন্দোলনকে আরও ত্বরান্বিত করবে। এদিনের এই ম্যারাথনে শতাধিক যুবক যুবতী অংশ নেয় । স্লোগান ওঠে, একটাই সংকল্প, নেশামুক্ত ভারত, নেশামুক্ত ত্রিপুরা। এই কর্মসূচি ঘিরে যুবাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *