আগরতলা।। আজ আমাদের সেবার, বিশ্বাসের এবং রূপান্তরের যাত্রায় এক গৌরবময় মাইলফলক যুক্ত হলো।ত্রিপুরা গ্রামীণ ব্যাংক গর্বের সঙ্গে জাতির সকল আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের জন্য নতুন ইউনিফাইড লোগো উন্মোচন করল — যা ঐক্য, শক্তি ও গ্রামীণ ভারতের ক্ষমতায়নের প্রতি আমাদের নবতর অঙ্গীকারের প্রতীক।
এই গুরুত্বপূর্ণ লোগো উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার সম্মানিত উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গর্বের। তাঁর দিকনির্দেশনা ও সহায়তা আমাদের জনগণের প্রতি আরও নিষ্ঠার সঙ্গে সেবা প্রদানে অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠানটি আরও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্র সিং এবং জেনারেল ম্যানেজার শ্রী অনুপ কুমার সাহার উপস্থিতিতে, যাঁদের দূরদর্শী নেতৃত্ব আমাদের ব্যাংকের অগ্রগতি ও ভবিষ্যৎ দিশা নির্ধারণে নিরন্তর ভূমিকা রাখছে।
এই নতুন লোগো শুধুমাত্র একটি নকশা নয় — এটি একটি প্রতিশ্রুতি।প্রতিশ্রুতি উন্নয়নের, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির, উদ্ভাবনের এবং রাজ্যের প্রতিটি পরিবারের প্রতি আমাদের নিরবচ্ছিন্ন সেবার।।এই নতুন অধ্যায়ে পদার্পণের সঙ্গে সঙ্গে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক পুনরায় অঙ্গীকার করে— নব উদ্যম, স্পষ্ট লক্ষ্য ও দৃঢ় সংকল্প নিয়ে ত্রিপুরার গ্রামীণ সমাজের ক্ষমতায়নে কাজ করে যাওয়ার।
আমরা একসঙ্গে এগিয়ে চলি একসঙ্গে আরও শক্তিশালী হই।একসঙ্গে গড়ে তুলি এক উজ্জ্বল আগামী।
