আগরতলা।।আগরতলা শহরে আমারটা সিটি প্রকল্পে বিভিন্ন রাস্তার পাশে চলছে কভার ড্রেন নির্মাণের কাজ। সেই কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকেই সরকারি জায়গায় স্থায়ী কনস্ট্রাকশন করে নিয়েছেন। তাই এই সমস্ত জায়গা পরিদর্শনে ছুটতে হচ্ছে মেয়রকে। ।

শুক্রবার রাজধানীর কের চৌমুহনী থেকে বিদূরকর্তা চৌমুহনী পর্যন্ত রাস্তার পাশে ড্রেন এর কাজ পরিদর্শনে যান তিনি। দেখাযায় সোজা ভাবে ড্রেন করতে গিয়ে অনেক জায়গায় বাধার মুখে পড়তে হচ্ছে। অনেকেই সরকারি জায়গা দখল করে নিয়েছেন। আবার অনেকে সেচ্চায় জায়গা ছেড়ে দিয়েছেন।মেয়র নিজেই তা স্বীকার করেন। বলেন, সবকিছু সমীক্ষা করা হয়েছে। ঠিক ভাবে জায়গা দখলমুক্ত করা হলে অনেকের ৩/৪ হাত জায়গা ছাড়তে হবে। কিন্তু সরকার যতটা সম্ভব মানুষকে ছাড় দিয়েই ড্রেন এর কাজ করছে। কভার ড্রেন হলে এই এলাকার মানুষই জমা জলের কষ্ট থেকে মুক্তি পাবেন।

এদিন মেয়রের সঙ্গে ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা । মেয়র আরো বলেন, রাস্তার দুই পাশে ড্রেন নির্মান করতে গিয়ে অনেকের অভিযোগ ছিল। সরকারি এবং খাস জমিতে ড্রেন নির্মাণ করা হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ রয়েছে ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই ব্যাক্তিগত মালিকানাধীন জমিতেও ড্রেন নির্মানের কাজ হচ্ছে । এই বিষয়ে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তাদের আশ্বাস দেন মেয়র।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *