আগরতলা : ড.বি.আর আম্বেদকরের ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগরতলায় বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার। অল ইন্ডিয়া এসসি, এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয় ওএনজিসি আগরতলা ব্রাঞ্চের তেজস্বিনী হল-এ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জীব কুমার ঝঞ্ঝার, ওএনজিসির ইডি অ্যাসেট ম্যানেজার। তিনি রক্তদানের মতো মানবিক কর্মসূচির প্রশংসা করে বলেন—“ড. আম্বেদকরের আদর্শ সমাজকল্যাণ ও মানবসেবাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের অনুপ্রাণিত করে। রক্তদান হচ্ছে মানুষের প্রতি সর্বোচ্চ মানবিক দায়িত্বগুলোর একটি।” এদিন ওএনজিসির একাধিক কর্মকর্তা, অল ইন্ডিয়া এসসি–এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য, সমাজকর্মী এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক রক্তদাতা অংশ নেন। আয়োজকদের মতে, সমাজের দুর্বল ও সুবিধাবঞ্চিত মানুষের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি জনস্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও সংস্থাটি ভবিষ্যতে আরও এ ধরনের উদ্যোগ নেবে। শিবির শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র ও সম্মাননা তুলে দেওয়া হয়।
