আগরতলা ।রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্য সরকারের খাদ্য,‌জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের কৃষকদের কাছ থেকে নূন্যতম সহায়ক মূল্যে এবছরও ধান ক্রয় করছে FCI। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার জিরানীয়া মাধববাড়ী স্থিত আন্তঃ রাজ্য ট্রাক টার্মিনাসে FCI-এর উদ্যোগে জিরানীয়া মহকুমার কৃষকদের থেকে নূন্যতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার আনুষ্ঠানিক সূচনা করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন, খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ,কৃষি দপ্তরের অধিকর্তা ফনি ভূষণ জমাতিয়া, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস, জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ। ধান ক্রয় করার বিষয় নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বিস্টারিত আলোচনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *