আগরতলা।।সবকা সাথ, সবকা বিকাশের নীতিতে কাজ করছে বিজেপি সরকার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন ভারতের সূচনা হয়েছে। সেখানে জাতি ধর্ম নির্বিশেষ সকল অংশের মানুষকে নিয়ে নতুন ভারত নির্মাণ হবে।
বিজেপি দলের সংখ্যালঘু মোর্চার এক অনুষ্ঠানে এমনটাই দাবি করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সোমবার আগরতলায় দলের রাজ্য কার্যালয়ে ড. আবুল কালাম স্টার্টআপ ইয়ুথ এওয়ার্ড ২.০ রাজ্য ভিত্তিক পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে সংখ্যালঘু মোর্চা। মাইনোরিটি স্টার্টআপ ইন্ডিয়া প্রকল্পে রাজ্যের ভাল এন্টারপ্লেনার যারা হয়েছে তাদের একজনকে দিল্লিতে এক অনুষ্ঠানে পুরুস্কৃত করা হয়। অন্যদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
রাজ্যের এই এন্টার প্লেনারদের সন্মান জানাতে বিজেপি এদিন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিজেপি সংখ্যালঘু মোর্চার সকল নেতৃত্ব উপস্থিত ছিলেন, ছিলেন মাইনোরিটি স্টার্টআপ ইন্ডিয়া প্রকল্পে রাজ্যের বাছাই কৃত এন্টারপ্লেনাররা। এদিন এক প্রতিক্রিয়ায় প্রদেশ বিজেপি সভাপতি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন ভারতের সূচনা হয়েছে।
আর সবকা সাথ, সবকা বিকাশের নীতিতে কাজ করছে বিজেপি সরকার। এখানে জাতি ধর্ম নির্বিশেষ সকল অংশের মানুষ রয়েছে।