আগরতলা: বাগদেবীর বাজারও মন্দা। তেমন বিক্রি নেই। ফলে অনেকটা নিরাশ ফল ব্যবসায়ীরা। অনেকের মতে মানুষের হাতে নেই অর্থ। তাই এর প্রভাব পড়েছে বিশেষ করে বাড়ি ঘরের সরস্বতী পূজার বাজারে।মাঘ মাসের পঞ্চমী তিথিতে হয়ে থাকে বাগদেবি সরস্বতী পূজা।
এবছরও এর ব্যতিক্রম হয়নি। তবে এবছর তিথি অনুযায়ী দুইদিন পড়েছে সরস্বতী পূজা। বাগদেবীর আরাধনা এবছর হচ্ছে রবি ও সোমবার। ফলে রবিবারও সরস্বতী পূজার উপকরণ কেনাকাটা চলে বাজারে বাজারে। আবার কোথাও চলে নিয়ম মেনে পূজা।
তবে এবার রাজধানীতে বাগদেবীর বাজার জমেনি বলে অভিমত বিক্রেতাদের। তারা জানান ফল সহ বিভিন্ন জিনিসের দাম তেমন না বাড়লেও ক্রেতার সংখ্যা বিগত বছরের তুলনায় খুব কম। তাদের মতে এ ধরণের ক্রেতার সংখ্যা কম।
ফলে পূজার বাজার ভালো হয়নি। তবে ক্রেতার সংখ্যা কেন কম তা তারা বুঝে উঠতে পারছেন না।এদিকে এক ক্রেতা জানান মানুষের হাতে নেই অর্থ। বিশেষ করে গরীব মানুষের। এর প;রভাব পড়েছে সরস্বতী পূজার বাজারে।