আগরতলা।।জন কি বাত নিয়ে ব্যাপক প্রচার চালিয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর মন কি বাত এর পরিবর্তে কংগ্রেস জন কি বাত নিয়ে ঘরে ঘরে যাচ্ছে। রাজ্য জুড়ে চলছে প্রচার।
রবিবার দেখাগেলো এই কর্মসূচিতে নেমে পড়েছেন কংগ্রেসের প্রবীণ বিধায়ক গোপাল রায়। সঙ্গে ছিলেন বনমালিপুর কেন্দ্রের কংগ্রেস কার্যকরতারা। বাড়ি বাড়ি প্রচারে বের হয়ে বিধায়ক গোপাল রায় দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মানুষের সমস্যা এবং বিভিন্ন দাবিদাওয়া অর্থাৎ মানুষ কি চান সেই সম্পর্কিত লিফলেট বিলি করা হয়। পথ চলতি মানুষ ও ক্রেতা বিক্রেতাদের মধ্যেও লিফলেট বিতরণ করা হয়। বনমালিপুর কেন্দ্রের বিভিন্ন এলাকায় এদিন জন কি বাত এর লিফলেট বিতরণ করেন বিধায়ক গোপাল রায়।
কংগ্রেসের এই কর্মসূচিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি দলীয় নেতৃত্বের। এ আই সি সি এর নির্দেশে দেশ জুড়ে চলছে এই কর্মসূচি। তাতে মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে দাবি কংগ্রেস নেতৃত্বের।