আগরতলা : গোপন সূত্রের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশের সফল অভিযানে ধরা পড়ল পাঁচ নেশা কারবারি। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টানা অভিযানের মাধ্যমে কাসারি পট্টি ও উইমেন্স কলেজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

নেশাজাত দ্রব্য পাচার ও বিস্তারের বিরুদ্ধে পুলিশের এ অভিযানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন ধরেই এই দুই এলাকায় মাদক ব্যবসার গতিবিধি বৃদ্ধির খবর পুলিশের কাছে পৌঁছায়। সেই অনুযায়ী পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে বিশেষ টিম গঠন করে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজনদের তল্লাশি করে নেশাজাত দ্রব্যসহ পাঁচজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পুরো চক্রটি সম্পর্কে আরও তথ্য জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি এই নেশা কারবারির সঙ্গে যুক্ত মূল পাচার চক্র ও সরবরাহকারীকে খুঁজে বের করার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ওসি আরও জানান, মাদকবিরোধী অভিযান আগামী দিনে আরও জোরদার করা হবে। শহরের বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে যাতে যুবসমাজকে নেশার কালো ছোবল থেকে রক্ষা করা যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, সম্প্রতি এলাকায় বেড়ে ওঠা নেশাজাত পণ্যের অবাধ কেনাবেচা নিয়ে উদ্বিগ্ন ছিল এলাকাবাসী।

পুলিশের এই তৎপরতায় কিছুটা স্বস্তি ফিরেছে বলেও মত প্রকাশ করেছেন তারা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সকল স্তরের মানুষকে মাদকবিরোধী প্রচারে সংযুক্ত করতে হবে। কোথাও কোনো সন্দেহজনক গতিবিধি চোখে পড়লে তা দ্রুত নিকটবর্তী থানায় জানানোর অনুরোধও করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *