আগরতলা: কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে তিনটি প্রকল্প ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘোষণা হবে আগামী ১১ অক্টোবর। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান-এর সঙ্গে এক বৈঠকে অংশ নেন।
বৈঠকে সারা দেশে চালু হতে চলা তিনটি প্রকল্প ‘প্রধানমন্ত্রী ধন ধান্যে কৃষি যোজনা’, ‘ডাল শস্য মিশন’ এবং ‘ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং—সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
এই তিনটি প্রকল্প আগামী ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ জানান, দেশের সকল রাজ্যের কৃষিমন্ত্রীদের উপস্থিতিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। তিনি জানান, মূল লক্ষ্য হলো যেসব জেলায় কৃষি উৎপাদন খুবই কম এবং কৃষিকাজে নিয়োজিত মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম, সেই সব এলাকাকে কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। আমাদের ত্রিপুরা উত্তর জেলা এই প্রকল্পের আওতায় আসবে।
মন্ত্রী বলেন, কৃষকদের আরও সহায়তা ও ক্ষমতায়নের লক্ষ্যে এই তিনটি প্রকল্পের জাতীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর সকাল ১০টায়। এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, ত্রিপুরায় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র (SARS), এ.ডি. নগরে। পাশাপাশি প্রতিটি জেলার সদর দপ্তর, কৃষি মহকুমা ও ব্লক স্তরেও একই কর্মসূচি পালিত হবে।
মন্ত্রী আরও জানান, রাজ্যস্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উপস্থিত থাকার কথা রয়েছে এছাড়াও সাংসদ, বিধায়ক, MDC, BAC চেয়ারম্যান, ব্লক চেয়ারম্যান কর্পোরেটর, সভাধিপতি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
রাজ্যের শ্রেষ্ঠ এফপিও (FPO), এফপিসি (FPC) এবং প্রাকৃতিক কৃষিতে যুক্ত কৃষকরাও এই অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি আরও বলেন, এই উপলক্ষে সকল রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে কর্মসূচি ছাড়াও জৈব ও ন্যাচারাল ফার্মিং বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।