আগরতলা।।বাংলাদেশিদের অনুপ্রবেশ চলছেই রাজ্যে। রাজ্যের বিভিন্ন জায়গায় এরা যেমন ঘাঁটি গাড়ছে তেমনি ত্রিপুরাকে করিডোর হিসাবে ব্যবহার করে অন্য রাজ্যে চলে যাচ্ছে।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে এ ডি নগর এলাকা থেকে এক বাংলাদেশী যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। ধৃতের নাম সোহাগ রানা বয়স ২১। এডি নগর থানার ওসি সুশান্ত দেব এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। ধৃতের কাছ থেকে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি।
পুলিশ তাকে জিগ্গাসাবাদ চালিয়েছে। রাজ্যের সীমান্ত সুরক্ষা কতটা প্রশ্নের মুখে এই ঘটনা আবারো তা প্রমান করে। কিছু দিন পর পরেই অনুপ্রবেশকারী বাংলাদেশি আটকের ঘটনা প্রকাশ্যে আসছে।