আগরতলা : বুধবার উনকোটি জেলা সার্কিট হাউসে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম–এর নেতৃত্বে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ জেলা–স্তরের পর্যালোচনা ও উন্নয়নমূলক আলোচনা সভা।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীবৃন্দ, বিধায়ক এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ সরকারি কর্তারা। এদিনের বৈঠকে বিশেষভাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। সভায় জেলার সামগ্রিক উন্নয়ন, জনজাতি সমাজের কল্যাণ এবং দীর্ঘমেয়াদি অবকাঠামোগত সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা প্রকল্পভিত্তিক কাজের বর্তমান অগ্রগতি, সমস্যা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে অবহিত করেন।

মন্ত্রী জুয়াল ওরাম জানান, “জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নই কেন্দ্রীয় সরকারের অন্যতম অগ্রাধিকার। শিক্ষা, সংস্কৃতি, সুযোগ–সুবিধা ও সামাজিক নিরাপত্তায় উন্নয়নমূলক পদক্ষেপ সরকার ধারাবাহিকভাবে বাস্তবায়ন করছে।” এদিনের বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়— জনজাতি অধ্যুষিত অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ,গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, জনজাতি সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের দ্রুত বাস্তবায়ন। এছাড়া স্থানীয় জনগণের জন্য চলমান কল্যাণ প্রকল্পগুলির গতি বাড়ানো এবং সমস্যাগুলি দ্রুত সমাধানের ওপর জোর দেন কেন্দ্রীয় মন্ত্রী।

এদিন অংশগ্রহণকারী সমস্ত জনপ্রতিনিধি একযোগে মত প্রকাশ করেন যে, কেন্দ্র ও রাজ্যের সমন্বিত প্রচেষ্টা উনকোটি জেলাকে সার্বিক উন্নয়নের পথে আরও এগিয়ে নিয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের নিরলস প্রচেষ্টায় জনজাতি সমাজের উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমানোন্নয়নে যে উদ্যোগ নেওয়া হচ্ছে—এই বৈঠক সেই উন্নয়নযাত্রাকে আরও গতিশীল করবে বলে মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *