আগরতলা : নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। ধলেশ্বর এলাকা থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম শঙ্খদীপ রায়। তিনি ধলেশ্বর রোড নম্বর ৮ এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ধলেশ্বর এলাকায় নিয়মিত ভেহিক্যাল চেকিং চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় শঙ্খদীপকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার জ্যাকেটের ভেতর থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে ধৃতের বাড়িতে অভিযান চালানো হলেও সেখান থেকে আর কোনও নেশা সামগ্রী উদ্ধার হয়নি বলে জানান ওসি। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, ধৃতকে শনিবার আদালতে হাজির করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।
উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলি কোথা থেকে আনা হয়েছে এবং এর পেছনে কোনও বড় নেশা চক্র জড়িত আছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ চালানো হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নেশা বিরোধী অভিযান আগামী দিনেও আরও জোরদার করা হবে।
