উদয়পুর।।সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে চলেছে উদয়পুর স্থিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত মন্দিরে নতুন রূপ।
কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে মোট ৫২ কোটি টাকা ব্যয় করে মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাতাবাড়িতে এসে পুজো দেবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে।
সাজিয়ে তোলা হয়েছে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণ। বিভিন্ন জাতীয় ফুল দিয়ে মন্দিরকে সুসজ্জিত করে তোলা হয়েছে। গোটা উদয়পুর মহকুমায়ন করা হয়েছে ত্রিপুরা পুলিশ ত্রিপুরা স্টেট রাইফেল আধা সামরিক বাহিনী জোয়ানদের।
সোমবার বিকাল তিনটায় প্রধানমন্ত্রী হাত ধরে উদ্বোধন হতে চলেছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের লবনির্মিত মন্দির চত্বর।।