আগরতলা।।ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে বিশ্ব আত্ম হত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে এক সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হয়। এর সূচনা করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। রেলিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এর মূল উদ্দেশ্য আত্মহত্যা প্রতিরোধের বিষয়ে সমাজের সব অংশের মানুষের মধ্যে সচেতনতা জাগানো। রবীন্দ্র ভবনের সামনে থেকে রেলিটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, শিশু কিশোর কিশোরীদের মনের উপর যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে সেই বিষয়ে অভিভাবকদের নজর রাখতে হবে। কেউ ডিপ্রেশন এর দিকে যাচ্ছে দেখলে হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন। চাইল্ড মেরেজ, চাইল্ড প্রেগনেন্সি বন্ধ করার উপর গুরুত্ব দেন তিনি।
উল্লেখ্য গোটা বিশ্বেই এখন আত্মহত্যার হার আগের তুলনায় বেড়েছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে আত্মহত্যার হারও উদ্বেগজনক ভাবে বাড়ছে। তাই এই দিনটি উদযাপনের বিশেষ গুরুত্ব রয়েছে।