আগরতলা।।রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরে এখন বিভিন্ন সংস্থা বা সংগঠন এগিয়ে আসছে। এবারে রক্তদানে এগিয়ে এলো OT টেকনোলজিস্টস এসোসিয়েশন অফ ত্রিপুরার।
তাদের উদ্যোগে শনিবার স্টুডেন্টস হেলথ হোমে হয় রক্তদান শিবির। তাতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী। ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য সত্যজিৎ দেবনাথ সহ অন্যান্যরা। এদিনের এই শিবিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে। সাংসদ রাজীব ভট্টাচার্যী এই উদ্যোগের জন্যে OT টেকনোলজিস্টসদের প্রশংসা করেন।
তিনি বলেন, রোগীর সার্জারির ক্ষেত্রে ও টি টেকনোলজিস্টসদের বড় ভূমিকা রয়েছে। তারা দক্ষতার সঙ্গে নিজেদের ভূমিকা পালন করেন বলে তিনি আশা ব্যক্ত করেন।