এই খবরে:
১২ এবং ১৩ ফেব্রুয়ারি হবে আগরতলা প্রেস ক্লাবের তরফে এই আসর।
এছাড়াও প্রতিটা ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ-র পুরস্কারের ব্যবস্থা থাকবে।
আগরতলা : আগরতলা প্রেস ক্লাবের তরফে দ্বিতীয় বারের মতো আন্তঃমহকুমা প্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট হবে ফের আগরতলায়। ১২ এবং ১৩ ফেব্রুয়ারি হবে আগরতলা প্রেস ক্লাবের তরফে এই আসর। শুক্রবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে দুদিন ব্যাপী এই ক্রিকেট টুর্ণামেন্টের যাবতীয় সব তথ্য তুলে ধরলেন আয়োজকরা।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক রায়,স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে। এবারও আগরতলা প্রেসক্লাব আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে থাকবে চ্যাম্পিয়ন রানার্স ট্রফি সহ বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার,বেস্ট ব্যাটসম্যান পুরষ্কার।
এছাড়াও প্রতিটা ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ-র পুরস্কারের ব্যবস্থা থাকবে। টুর্নামেন্টে নাম জমা দেওয়ার শেষ তারিখ ৮ ফেব্রুয়ারি বলে জানালেন উদ্যোক্তারা।এবছরও আসর বেশ জমজমাট হবে বলে আশা উদ্যোক্তাদের