আগরতলা: শান্তিপূর্ণভাবে শুরু হল সিবিএসই পরিচালিত দশমের পরীক্ষা।শনিবার থেকে শুরু হয়েছে সিবিএসই পরিচালিত পরীক্ষা। আগরতলার বিভিন্ন কেন্দ্রে হচ্ছে পরীক্ষা। এদিন পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগে থেকে আগরতলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে দেখা যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক ভিড়।

মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ে রয়েছে একটি পরীক্ষা সেন্টার। এই পরীক্ষা সেন্টারের বাইরে অভিভাবকদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। প্রথম দিন হয় ইংরেজি বিষয়ের পরিক্ষা।কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে হয় পরীক্ষা।

দশমের পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। তিনি আশাবাদী পরীক্ষার প্রশ্নপত্র সহজ হবে। ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল করবে। পরীক্ষার বাকি দিন গুলি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে বলে আশাবাদী সকলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *