আগরতলা।।পূর্বাশা আরবান হাটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো ৭দিন ব্যাপী জেলা স্তরে গান্ধী শিল্প মেলা এই মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি, বিশ্বজিৎ শীল, উপস্থিত ছিলেন অজিত শুক্ল দাস ব্যবস্থাপনা পরিচালক টিএইচএইচডিসি লিমিটেড ত্রিপুরা সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারত সরকারের হস্তশিল্প পরিষেবা কেন্দ্রের সহ অধিকর্তা পম্পা কর্মকার সহ অন্যান্যরা।

এই মেলায় ত্রিপুরা সহ আসাম, নাগাল্যান্ড ও মেঘালয় রাজ্যের মোট ৪০ জন শিল্পী ও বয়নশিল্পী অংশগ্রহণ করেছেন। ৪০টি স্টলের মধ্যে ৩২টি হস্তশিল্প পণ্যের জন্য এবং ৮টি বস্ত্র (হ্যান্ডলুম) পণ্যের জন্য বরাদ্দ করা হয়েছে। প্রতিটি স্টলে স্থানীয় কারিগর ও বয়নশিল্পীদের হাতে তৈরি দেশীয় পণ্য প্রদর্শিত হয়েছে।।।

এই মেলাকে কেন্দ্র করে সপ্তাহ ব্যাপী চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানযেমন নৃত্য ও সংগীত পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফ্যাশন শো এবং শিশুদের জন্য মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা সহ নানাহ আয়োজন।

হ্যান্ডিক্রাফটস সার্ভিস সেন্টার আগরতলা এবং হস্তশিল্প উন্নয়ন কমিশনারের দপ্তর, বস্ত্র মন্ত্রক ভারত সরকার, এই মেলাটি যৌথভাবে আয়োজন করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *