আগরতলা : নতুন এল এল বি পাস আইনজীবীদের মধ্যে সনদ প্রদান করা হল শনিবার। এদিন বার কাউন্সিল অব ত্রিপুরার হল ঘরে হয় অনুষ্ঠান।

এদিন ৬০ জন আইনজীবীর হাতে লাইসেন্স দেওয়া হয়। রাজ্যে সম্ভবত এই প্রথম এতজন আইনজীবীকে একসঙ্গে সনদ দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন বার কাউন্সিল অব ত্রিপুরার চেয়ারম্যান রতন দত্ত, বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যরা। রতন দত্ত এদিন বলেন, এখন থেকে তারা আদালতে প্র্যাকটিস করতে পারবেন।

এখন থেকে তারা আদালতে গিয়ে মামলা লড়তে পারবেন। নতুন আইনজীবীদের ধন্যবাদ জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *