আগরতলা: ত্রিপুরা রাজ্যে আইন-শৃঙ্খলা ভালো জায়গায় রয়েছে। তবে সাজার হার বাড়াতে হবে। তার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগাতে হবে। এজন্যই জেলা ভ্রাম্যমাণ ফরেনসিক ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। জেলা ভ্রাম্যমাণ ফরেনসিক ভ্যানে অত্যাধুনিক সকল ধরনের প্রযুক্তির ব্যবস্থা রয়েছে। এই ভ্যান ব্যবহারের ফলে সাজার হার বৃদ্ধি পাবে।
শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জেলা ভ্রাম্যমাণ ফরেনসিক ভ্যানের সুচনা করে বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, পুলিসের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, আই জি আইন-শৃঙ্খলা সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে এদিন ৫ টি জেলা ভ্রাম্যমাণ ফরেনসিক ভ্যানের সুচনা করা হয়েছে। তার আগে তিনটি জেলা ভ্রাম্যমাণ ফরেনসিক ভ্যান ছিল।
বর্তমানে মোট জেলা ভ্রাম্যমাণ ফরেনসিক ভ্যান হয়েছে ৮ টি। প্রতিটি জেলাকে একটি করে জেলা ভ্রাম্যমাণ ফরেনসিক ভ্যান দেওয়া হয়েছে।