আগরতলা: ৪ মে সারা দেশের সঙ্গে রাজ্যের ১১ টি সেন্টারে হবে এবার নিট পরীক্ষা। সবগুলি সেন্টার হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে।
১১ টি সেন্টারের মধ্যে আগরতলায় ১০ টি। আর ধলাই জেলায় ১ টি সেন্টার। সবচেয়ে বড় সেন্টার হল কুঞ্জবনস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়। মঙ্গলবার পশ্চিম জেলার নিট পরীক্ষার সেন্টার গুলির নিরাপত্তা সহ যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার ও জেলার পুলিস সুপার কিরন কুমার কে। এদিন নিট পরিক্ষার সেন্টার পরিদর্শনে বেরিয়ে পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ৪ মে সমগ্র দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নিট পরীক্ষার জন্য সেন্টার গুলিতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
এইদিন সেন্টার গুলির নিরাপত্তা ব্যবস্থা সহ যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। এইবার নিট পরীক্ষার সেন্টার গুলি সরকারি স্কুলে পড়েছে। পরীক্ষা যাতে শান্তিপূর্ণ ভাবে হয় সেজন্য সব ধরণের প্রস্তুতি রাখা হবে বলে জানান জেলা শাসক ও পশ্চিম জেলার পুলিস সুপার।