আগরতলা।।তিন দফা দাবি আদায়ে এসএফআই-র শিক্ষা ভবন অভিযান। সেইসঙ্গে মিছিল করে শিক্ষা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় । বিক্ষোভ ঘিরে উত্তাল হয়ে উঠে শিক্ষা ভবন চত্বর ।
শুক্রবার তিন দফা দাবিতে মাঠে নামে ভারতের ছাত্র ফেডারেশন এর ত্রিপুরা রাজ্য কমিটি। তাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শিক্ষা ভবনের সামনের বিক্ষোভ প্রদর্শন করা হয় । দাবি গুলি হলো নির্দিষ্ট সময়ে কলেজের সেমিস্টার পরীক্ষা নেওয়া, কলেজের একাডেমিক ক্যালেন্ডার সঠিকভাবে কার্যকর করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের আগে ছাত্র যুবাদের একটি মিছিল শহরের বিভিন্ন পথপরিক্রমা করে। মিছিল থেকেই বিভিন্ন দাবিতে সরব হয় শিক্ষার্থীরা। শহর পরিক্রমার পর শিক্ষাভবনের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি । পুলিশ শিক্ষা ভবনের বাইরে আন্দোলনকারীদের আটকে দেয়। তারপর সেখানেই বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তারা।
এই বিক্ষোভ আন্দোলন প্রসঙ্গে তাদের বক্তব্য, গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিভিন্ন কলেজে সেমিস্টার পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আগের সেমিস্টারের রেজাল্ট দেওয়ার আগেই নতুন সেমিস্টারের দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে। তাতে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইউজিসি গাইডলাইন অনুযায়ী তিন মাস ক্লাস করানোর পর একটি সেমিস্টার পরীক্ষা গ্রহণ করা যায়। কিন্তু এখন সেটা হচ্ছে না।
প্রসঙ্গক্রমে এমবিবি বিশ্ব বিদ্যালয়ের পরিকাঠামো এবং ফ্যাকাল্টি নিয়েও প্রশ্ন তোলা হয়। বারবার উচ্চশিক্ষা আধিকারিকদের সঙ্গে দেখা করার চেষ্টা করা হলেও তারা দেখা করতে রাজি নন বলে অভিযোগ করেন এস এফ আই নেতৃত্ত । তাই বাধ্য হয়ে এদিন তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন ।