আগরতলা: কৃষকদের আর্থিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (পিএম-কিষাণ)-র ২০তম কিস্তির আওতায় ত্রিপুরার কৃষকদের জন্য সরাসরি পাঠাচ্ছে ৪৫ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার টাকা।

এই অর্থ আগামী ২ আগস্ট সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে বলে আজ ঘোষণা করেছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ।

রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এডি নগরের স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে, যেখানে কৃষি মন্ত্রী নিজে উপস্থিত থাকবে।

মন্ত্রী বলেন আমাদের রাজ্যের কৃষকদের কঠোর পরিশ্রম এবং অটল সংকল্পের ফলেই কৃষিক্ষেত্রে রাজ্য অভাবনীয় অগ্রগতি করেছে। রাজ্য ও কেন্দ্র সরকার মিলিতভাবে কৃষকদের আর্থিক নিরাপত্তা ও কৃষির উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে।

তিনি জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ২ আগস্ট সকাল ১১টায় উত্তরপ্রদেশের বারাণসী থেকে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই কিস্তির অর্থ ট্রান্সফার করবেন।

মন্ত্রী আরও বলেন সেইদিন রাজ্যে পিএম-কিষাণ প্রকল্পে নথিভুক্ত কৃষকদের জন্য ৪৫ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার টাকা অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে।
এর আগে ১৯ কিস্তিতে এই রাজ্যের ২ লক্ষ ৮৪ হাজার কৃষক সরাসরি ব্যাংক একাউন্টে পেয়েছে ৮ শ ৪৪ কোটি টাকা ।
পাশাপাশি প্রধানমন্ত্রী সরাসরি কৃষকদের সঙ্গেও কথা বলবেন। আমি সকলকে অনুরোধ করছি, আপনারা সকলে নিজ নিজ গ্রাম ও কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে (KVKs) গিয়ে প্রধানমন্ত্রীর ভাষণ শুনুন এবং অংশগ্রহণ করুন।”

তিনি আশ্বাস দিয়ে বলেন এই সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *