আগরতলা: আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে উদ্বোধন হল ওপেন জিম সেন্টারের।
পুর নিগমের ২৯ নং ওয়ার্ডের বনকুমারী এলাকায় আনুষ্ঠানিক ভাবে এই ওপেন জিম সেন্টার চালু হয়। উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রুমা দাস সহ অন্যান্যরা। নয়া জিম সেন্টারের উদ্বোধনের পর মেয়র দীপক মজুমদার এক জানান এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ওপেন জিম সেন্টারের। অবশেষে লোকজনের দাবি পূরণ হল।
ওপেন জিম সেন্টার চালু করা হচ্ছে পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে। প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে এই জিম সেন্টার তৈরি হয়। ওপেন জিম সেন্টার চালু হওয়ায় খুশি লোকজন।