আগরতলা।।প্রত্যেক বারের ন্যায় এই বছরও আগরতলা পুর নিগম এর পক্ষ থেকে শারদ সম্মান প্রদান করা হবে। পুর নিগম এলাকার ক্লাবগুলির মধ্যে থেকে ২১ টি বাছাই করা ক্লাবকে শারদ সম্মান প্রদান করা হবে।

বুধবার পুর নিগমের কনফারেন্স হলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যায় একথা জানান মেয়র দীপক মজুমদার। তিনি জানান অনুষ্ঠানের দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি। এদিনের বৈঠকে এই অনুষ্ঠান সুসম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বেশ কয়েকটি সাব কমিটি গঠন করা হয়। এর দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মন্ডপ, প্রতিমা, আলোক সজ্জা, শৃংখলাপরায়ণতা এই সমস্ত বিভিন্ন বিভাগে মোট ২১ টি ক্লাবকে শারদ সম্মান দেওয়া হবে।

এদিনের বৈঠকে মেয়র, ডেপুটি মেয়র সহ সমস্ত কর্পোরেটরগণ ও নিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পূজা উদ্যোক্তাদের চারটি জোনালে চারটি বিষয়ের উপর পুরস্কৃত করা হবে। প্রতিটি জুনালের শ্রেষ্ঠ ক্লাব গুলিকে সুদৃশ্য ট্রফি এবং ২৫ হাজার টাকা করে প্রদান করা হবে। পাঁচটি বিষয়ের উপর বিবেচনা করে সারা আগরতলা শহর জুড়ে পাঁচটি করে সেরার সেরা পাঁচটি ক্লাবকে পুরস্কার প্রদান করা হবে।

সদৃশ্য ট্রফি এবং ৫০ হাজার টাকা প্রদান করা হবে সেই পূজা উদ্যোক্তাদের। মোট ২১ টি সুদৃশ্য ট্রফি ও আর্থিক পুরস্কার প্রদান করা হবে। এদিকে অনুষ্ঠানের চূড়ান্ত দিনক্ষণ মুখ্যমন্ত্রীর যে দিন সময় দেন সেদিনেই হবে বলে মেয়র জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *