আগরতলা : শীতের মরশুমে অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে ভারতীয় জনতা পার্টির ৮ নং টাউন বড় দোয়ালী কেন্দ্রের উদ্যোগে এবং আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের সহযোগিতায় শুক্রবার এক বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে এলাকার দরিদ্র মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, ২০নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত, শহর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য ,মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন,সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো পুর নিগম ও জন প্রতিনিধি দের অন্যতম দায়িত্ব।শীতের সময় এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের উপকারে আসে এবং সামাজিক সহমর্মিতাকে আরও শক্তিশালী করে।
শীতের সময় বস্ত্র বিতরণের মতো কর্মসূচি প্রান্তিক মানুষের কাছে বড় সহায়তা হয়ে দাঁড়ায়। মুখ্যমন্ত্রী আরও বলেন, একবার দুর্গ পুজোর সময় গরিব দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এখন শীতের মৌসুম চলছে,তাই টাউন বড় দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে শীত বস্ত্র গরিব দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজকে ২০নং ওয়ার্ডেও শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে।
কোন কিছু উপহার মানুষের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে নিজেদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠে।কিন্তু কিছু দেওয়ার পরিবর্তে বিনিময় কিছু আশা করা ঠিক না।মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ মানুষের পাশে থাকতে হবে। এদিনের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান কে কেন্দ্র করে এলাকার সকলের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।
