আগরতলা : রাজ্যের মণিপুরী সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী পরম্পরা উৎসব ‘পুথিবা লাই-হারাওবা’ এ বছর ১৬তম বর্ষে পদার্পণ করতে চলেছে। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হয়ে টানা পাঁচ দিন ধরে চলবে এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ও গ্রামীণ মেলা।
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহায়তায় পুথিবা লাই-হারাওবা কমিটি এবং পুথিবা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারেল সোসাইটির যৌথ উদ্যোগে অভয়নগরস্থিত পুথিবা দেবতা মন্দির প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে উৎসব প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কমিটির সম্পাদক দীপক কুমার সিংহ। তিনি জানান, আগামী ১৯ জানুয়ারি বিকেল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে উৎসবের শুভ সূচনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মণিপুরের মহারাজা ও রাজ্যসভার সাংসদ লেইসমবা সানাচাওবা।
এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলার মেয়র ও বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং মণিপুরের বিধায়ক এল. সুচীন্দ্র মেইতেই। উৎসব উপলক্ষে মণিপুর থেকে আগত খ্যাতনামা অমাইবা ও অমাইবী, পেনা খোংবা শিল্পীরা অংশ নেবেন। পাশাপাশি থাংতা সহ ঐতিহ্যবাহী মার্শাল আর্ট, নৃত্য, গান ও বাদ্যযন্ত্র পরিবেশন করবেন ত্রিপুরা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্থানীয় শিল্পীরা। উৎসবের সঙ্গে সঙ্গে একটি গ্রামীণ মেলারও আয়োজন করা হয়েছে। উৎসবের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি বিকেল ৫টা ৩০ মিনিটে। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন বিধায়ক রামপদ জমাতিয়া। সম্মানিত অতিথিদের মধ্যে থাকবেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগম সদস্য সুশ্রী ভাস্বতী দেববর্মা (কর্পোরেটর) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্ভীসার ভট্টাচার্য।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন সন্ধ্যায় উৎসব প্রাঙ্গণে মাইবা-মাইবী নৃত্য, পেনা নৃত্য, বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও মার্শাল আর্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই ঐতিহ্যবাহী লাই-হারাওবা উৎসব ঘিরে মণিপুরী সম্প্রদায়সহ রাজ্যের সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
