আগরতলা: খোলা আকাশের নিচে হাজার হাজার টাকার সরকারি ওষুধ ফেলে দেওয়ার ঘটনা সুশাসনের রাজ্যে নতুন নয়। অভিযোগ স্বাস্থ্য কেন্দ্র গুলি থেকে লোকজনকে ওষুধ না দিয়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে ফেলে দেওয়া হচ্ছে খোলা আকাশের নিচে বিভিন্ন জায়গায়।
ফের এমন ভাবে ওষুধ ফেলে রাখার ছবি সামনে উঠে এলো। রবিবার দেখা গেল রাজধানীর দুর্গা চৌমুহনী কাটাখালের পাশে বিপুল পরিমাণ ওষুধ পড়ে আছে। যেগুলি সদ্য মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
এসব হাজার হাজার টাকার ওষুধের মধ্যে বড়দের পাশাপাশি শিশুদের ওষুধও রয়েছে। এক মহিলা ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেন, স্বাস্থ্য কেন্দ্রে গেলে গরিবদের ওষুধ গুলি না দিয়ে ফেলে রাখা হয়। লোকজনকে বাইরে থেকে ওষুধ কেনার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের তরফে।
অথচ সরকারি অর্থের এই ওষুধ স্বাস্থ্য কেন্দ্রে রেখে মেয়াদ উত্তীর্ণ করে রাস্তায় ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে। অভিযোগ এভাবেই হচ্ছে সরকারি অর্থের আদ্যশ্রাদ্ধ। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ ওষুধ এভাবে খোলা কাশের নিচে রাস্তার পাশে ফেলে দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন লোকজন।
এভাবে ওষুধ ফেলে দেওয়ায় শিশুরা অজান্তে খেয়ে ফেললে ঘটতে পারে বিপত্তি। তাই দাবি উঠেছে এসব ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে স্বাস্থ্য দপ্তর যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।