আগরতলা: আজ সকাল দশটা ত্রিশ মিনিট নাগাদ হাঁপানিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণভাবে ভূষ্মীভূত হয়ে যায় পাশাপাশি এক দুটি দোকান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের দুটি গাড়ি। পরবর্তীতে বাজারের জনগণের সহায়তায় অগ্নি নির্বাপক কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। যে পাঁচটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় তার ভেতরে রয়েছে একটি হোটেল যার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় ছিল ফাস্ট ফুডের দোকান, ফলের দোকান সহ একাধিক দোকান। আগুন লাগার খবর পেয়ে ছুটে যায় মেয়র দীপক মজুমদার, এলাকার বিধায়িকা মিনারানী সরকার, করপোরেটর বাপি দাস,কর্পোরেটর তথা দক্ষিণাঞ্চলের মাননীয় শ্রী অভিজিৎ মল্লিক মহাশয় সহ অন্যান্যরা।
ক্ষতিগ্রস্ত দোকানীদের সঙ্গে মেয়র কথা বলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি জানান, সরকারিভাবে যা সহায়তা করার তা যেন দ্রুত করা যায় সেদিকে নজর দেওয়া হবে। পাশাপাশি পুর নিগম থেকেও সাহায্য করার ব্যবস্থা করা হবে। পরবর্তী সময়ে বাজারটিকে সর্ব সুবিধা যুক্ত আধুনিক বাজার হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করা হবে।
পাশাপাশি তাদের এই ক্ষতিতে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মেয়র এবং যতটা সম্ভব বেশি আর্থিক সহযোগিতা তাদের করা যায় সে ব্যাপারেও নজর দেওয়া হবে বলে জানান তিনি। প্রসঙ্গত এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫-৬ লক্ষ টাকার মত হবে বলে জানা যায়।