আগরতলা।।স্মার্ট মিটার বাতিলের দাবিতে এবং বর্ধিত বিদ্যুৎ মাশুল এর প্রতিবাদে সোচ্চার হলো অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। তাদের উদ্যোগে মঙ্গলবার আগরতলায় এক বিক্ষোভ মিছিল হয়।

মিছিলটি কংগ্রেসভবনের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বোধজং স্কুল সংলগ্ন বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। অসংগঠিত শ্রমিক কংগ্রেস এর বক্তব্য যে ভাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ছে তাতে শ্রমিকদের সংসার চালানোই কষ্টকর। তার উপর আবার স্মার্ট মিটার ও বর্ধিত বিদ্যুৎ মাশুল। তাই তাদের দাবি স্মার্ট মিটার বাতিল করতে হবে ও বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করতে হবে। সরকার এই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান এই অসংগঠিত শ্রমিক কংগ্রেস নেতৃত্ব।

ইদানিং কংগ্রেস দল ও এর শাখা সংগঠনগুলি রাজনীতিতে বেশ তৎপর। কিছু দিন পর পরেই তাদের কোনো না কোনো কর্মসূচি থাকছে। আর তাতে কর্মী সমর্থকদের উপস্থিতিও একেবারে কম থাকছে না। বিদ্যুৎ ইস্যুতে এদিনের এই কর্মসূচিকে সাধারণ মানুষজন সমর্থন জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *