আগরতলা: স্বামীর নির্যাতনে অসুস্থ বধূ বাপের বাড়িতে থেকে চিকিৎসা করাতে পারছেন না আর্থিক সামর্থ্য না থাকায়। তাই সুচিকিতসার দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসে ধরনা বধূর। রাজধানীর মধ্য প্রতাপগড় এলাকার এক দিন মজুর পরিবারের নাবালিকা মেয়ের সামাজিক ভাবে বিয়ে হয় কল্যাণপুর থানার অন্তর্গত দাওছড়া এলাকায় বিকাশ দেবনাথের সাথে।

অভিযোগ বিয়ের পর থেকে নাবালিকা বধূর উপর নির্যাতন শুরু করে স্বামী। এরই মধ্যে নাবালিকা বধূ এক কন্যা সন্তানের জন্ম দেয়। তারপর থেকে নাবালিকা বধূর উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। অভিযোগ প্রায় এক বছর আগে স্বামী নাবালিকা বধূর শরীরে আগুন লাগিয়ে দেয়। এতে নাবালিকা বধূ গুরুতর ভাবে আহত হয়। তারপর থেকে নাবালিকা বধূ আশ্রয় নেয় বাপের বাড়িতে। নাবালিকা বধূ এক প্রকার চলন ক্ষমতা হারিয়ে ফেলেছে। নাবালিকা বধূর বাপের বাড়ির আর্থিক অবস্থা দুর্বল। স্বাভাবিক ভাবে তারাও নাবালিকা বধূর চিকিৎসা করাতে পারছে না।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নাবালিক বধূ স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে এবং চিকিৎসার দাবিতে মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে ধর্নায় বসে। পরে পুলিস বধূকে জিবি হাসপাতালে নিয়ে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *