আগরতলা।।৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগরতলায় কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এদিন জাতীয় উত্তোলন করেন।

দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক সুদীপ রায় বর্মন, যুব কংগ্রেসের পতাকা উত্তোলন করেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। এদিন স্বাধীনতা সংগ্রামী শহীদদের স্মরণে বেদিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা ও সন্মান জানান কংগ্রেস নেতৃত্ব। এদিন এক প্রতিক্রিয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, স্বাধীনতার পর দেশ জাতীয় সংহতি নিয়ে এগিয়ে চলছিলো। কিন্তু বিগত এক দশক ধরে দেশের ঐক্য এবং সংহতি নষ্ট হচ্ছে। স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান এবং স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না।

তিনি বলেন স্বাধীনতা দিবসের একটা মহান তাৎপর্য রয়েছে। কিন্তু বিজেপি সরকার দিনটির গরিমা নষ্ট করে দিয়েছে। স্বাধীনতা দিবসের গৌরবকে বিলীন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আশীষ বাবু এদিন হরঘর তিরঙ্গা কর্মসূচির সমালোচনাও করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *