আগরতলা।।স্বাধীনতা দিবসে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে উন্নয়নের চিত্র তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের সাফল্যগুলির বর্ণনা দেন।

প্রতি বারের মতো এবারেও আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবসে রাজ্যের মূল অনুষ্ঠান হয়। সেখানে দীর্ঘ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গৃহীত বিভিন্ন প্রকল্পে রাজ্য কি ভাবে উন্নয়নে এগিয়ে যাচ্ছে, কোন কোন ক্ষেত্রে ত্রিপুরার সাফল্য এসেছে তার বিস্তারিত তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়ার স্লোগানের প্রসঙ্গ তুলেন। এর জন্যে প্রধানমন্ত্রী স্বদেশী সামগ্রী ব্যবহারের কথা বলেন।মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্য সরকাও স্বদেশী উৎপাদন বাড়ানোর জন্যে ভোকাল ফর লোকাল এ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান।

মুখ্যমন্ত্রী তার বক্তব্যে কৃষি, যোগাযোগ, শিক্ষা, শিল্প , স্বাস্থ্য ,সামাজিক ভাতা, আইন শৃঙ্খলা সহ পরিকাঠামো উন্নয়নে ত্রিপুরা কি ভাবে অগ্রসর হচ্ছে সেই তথ্য তুলে ধরেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, die ইন harness সহ বর্তমান রাজ্য সরকার এখন পর্যন্ত ১৯৭৬৫ জনকে চাকরি দিয়েছে। ২০২৫ – ২৬ অর্থ বর্ষে কেন্দ্রীয় সরকার ৩ কোটি ৫০ লক্ষ শ্রম দিবস অনুমোদন করেছে। এভাবেই একের পর এক জনকল্যাণমুখী উদ্যোগের খতিয়ান তুলে ধরেন তিনি। প্রতি বছরের মতো এবারেও আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন বাহিনীর জোয়ানরা মার্চ পাস্ট করেন। সুসজ্জিত কুচকাওয়াজ পরিদর্শন ও কৃতিত্ব অর্জনকারী আধিকারিকদের পুরুস্কৃত করেন।

শেষ পর্বে হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। ৭৯ তম স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে রাজ্যের সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বেশ সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *