আগরতলা।।৭৮তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের বিষয় নিয়ে বৈঠক করলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা । উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, রাজ্য পুলিশের আধিকারিক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা।
সোমবার দপ্তরের কনফারেন্স হলে এই বৈঠক হয়। প্রতি বছরেই স্বাধীনতা দিবসের আগে এই ধরণের বৈঠক করে থাকে তথ্য ও সংস্কৃতি দপ্তর। সারা দেশের সাথে রাজ্যেও যথাযথভাবে ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হবে।রাজ্যের মূল অনুষ্ঠান হবে রাজধানীর আসাম রাইফেলস ময়দানে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী বিধায়ক সহ রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আয়োজিত প্যারেড প্রদর্শনে অংশ নেবে ত্রিপুরা পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর জোয়ানরা ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা । সুষ্ঠুভাবে অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের জন্য এদিন সাংবাদিকদের নিয়ে এই বৈঠক হয়।
বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । দপ্তরে অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য , প্রত্যাশা ব্যক্ত করে বলেন অন্যান্য বছরের মত এবারো স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।