কুমারঘাট।।মঙ্গলবার কুমারঘাট মহকুমা শাসক অফিস প্রাঙ্গণে আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদ্যাপন এবং ১৮ আগস্ট কুমারঘাট পিডাব্লিউডি মাঠে আয়োজিত ফুটবল প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস। এই সভায় স্বাধীনতা দিবসের কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক ও দপ্তরের সমন্বয়, দায়িত্ব বণ্টন ও নিরাপত্তা বিষয়ক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে টুর্নামেন্ট পরিচালনা, নিরাপত্তা, দর্শক নিয়ন্ত্রণ, মেডিকেল সাপোর্ট, যানবাহন চলাচলসহ অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এই উদ্যোগ শুধু ক্রীড়া আয়োজন নয়—এটি যুবসমাজকে ইতিবাচক পথে অনুপ্রাণিত করার এক প্রয়াস।প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও পরিকল্পনার মাধ্যমে একটি সুশৃঙ্খল এবং সফল আয়োজন নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ সবাই বলে আশা প্রকাশ করেছেন বিধায়ক।