আগরতলা: নরপিশাচ পাষণ্ড স্বামী ও তার বন্ধুদের গণ ধর্ষণের গণ ধর্ষণের শিকার এক বধূ। অভিযুক্ত স্বামীকে আমতলী থানার পুলিস গ্রেপ্তার করলেও বাকিরা পলাতক।
১৪ মার্চ আমতলি থানায় এক বধূ স্বামী সহ মোট ৬ জনের বিরুদ্ধে গনধর্ষণের মামলা দায়ের করেন। থানায় মামলা দায়ের হওয়ার পর আমতলি থানার পুলিশ ঘটনার তদন্তে নামে।তদন্তক্রমে পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃত অভিযুক্তর নাম সুব্রত দে। সে নির্যাতিতার স্বামী। আমতলি থানার এক মহিলা পুলিশ অফিসার জানান ধৃত সুব্রত দে-র বাড়ি যোগেন্দ্রনগর এলাকায়। বধূ তার অভিযোগ করেন তার স্বামী সহ স্বামীর বন্ধুরা মিলে তাকে গনধর্ষণ করেছে। মোট ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
তার মধ্যে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তরা বর্তমানে পলাতক। পুলিস অভিযুক্তদের জালে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।