আগরতলা: রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা (TREDA) রাজ্যের গ্রামীণ এলাকায় সৌরশক্তি ব্যবহার করে পানীয় জল সরবরাহের এক অভিনব প্রকল্প হাতে নিয়েছে। এর মাধ্যমে মোট ৫০টি গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ ১৩তম ত্রিপুরা বিধানসভার প্রথম দিনে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।মন্ত্রী জানান, প্রকল্পটির জন্য ৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে এবং ইতিমধ্যেই ১২টি গ্রামে কাজ সম্পূর্ণ হয়েছে।তিনি বলেন ছামনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীরেন্দ্র পাড়া, গোবিন্দবাড়িতে প্রায় ৮৪টি পরিবার প্রাকৃতিক ঝরনা কিংবা বোরিং-এর মাধ্যমে উপকৃত হয়েছে। বিরঞ্জয় পাড়া ও হাজিরায় পাড়ায় ৬০ পরিবার, সানিরাই পাড়ায় ১৭ পরিবার, রাজনগর পাড়ায় ১৫ পরিবার এবং দুর্গা চৌমুহনী, কল্যাণপুর কলোনি ও আরও প্রায় ১২টি স্থানে এই প্রকল্প সফল হয়েছে। সর্বত্র সফল হবে বলছি না, তবে যেখানে প্রাকৃতিক ঝরনা বা বোরিং-এর সুযোগ রয়েছে, সেখানে এই জল পরিশোধিত হয়ে মানুষের কাজে লাগছে। যেখানে পাইপলাইন বসানো সম্ভব নয়, সেখানেই আমরা এই নতুন পদ্ধতি ব্যবহার করছি।
মন্ত্রী আরও জানান, একসময় গ্রামীণ এলাকায় মাত্র ২.৫৬ শতাংশ অর্থাৎ প্রায় ১৯,২৫১ পরিবার পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পেত। বর্তমানে ৬ লক্ষেরও বেশি পরিবার এই সুবিধার আওতায় এসেছে।মন্ত্রী বলেন ৬ লক্ষ পরিবারকে আচ্ছাদিত করা কোনো ঠাট্টার কথা নয়। যেখানেই যাই, সভায় বহু মানুষ হাত তুলে বলেন যে তারা পাইপলাইনের মাধ্যমে জল পেয়েছেন। আগের সরকার সমস্যা তৈরি করতো কিন্তু আমরা সমস্যার সমাধান করি।