আগরতলা : আগরতলা রাম ঠাকুর সেবা আশ্রমের সুবর্ণ জয়ন্তী ও বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার এক বর্ণাঢ্য ধর্মীয় রেলির আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই আশ্রম প্রাঙ্গণে অগণিত ভক্তবৃন্দের সমাগম ঘটে এবং উৎসবমুখর পরিবেশে রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

রাম ঠাকুর সেবা আশ্রমের উদ্যোগে আয়োজিত এই রেলিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, আগরতলার মেয়র ও বিধায়ক দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি ও আশ্রম কর্তৃপক্ষের সদস্যরা। রেলিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের রাম ঠাকুর আশ্রমের ভক্ত ও অনুসারীরা অংশগ্রহণ করেন। হাতে ধর্মীয় পতাকা, ব্যানার এবং রাম ঠাকুরের আদর্শ সংবলিত স্লোগানে মুখরিত হয়ে ওঠে আগরতলার রাজপথ।

রেলির মাধ্যমে রাম ঠাকুরের মানবধর্ম, শুদ্ধ জীবনযাপন ও ভ্রাতৃত্ববোধের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।বক্তারা জানান, সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আশ্রমের পক্ষ থেকে আগামী দিনে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সেবামূলক কর্মসূচির আয়োজন করা হবে। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করা হয়।

রেলি চলাকালীন শহরজুড়ে ছিল উৎসবের আবহ, আর ভক্তদের শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *