আগরতলা।।সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির । সদর মহকুমা শাসকের অফিসে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার, পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক অসিত কুমার দাস, সদর মহাকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্যরা।
এদিন মহকুমা অফিসার কর্মচারীরা রক্ত দেন শিবিরে অংশ নেন। এদিন এক প্রতিক্রিয়ায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার বলেন হাসপাতালের ব্লাড ব্যংক গুলিতে রক্তের ভারসাম্য বজায় রাখতে রক্তদান শিবির করা খুবই দরকার। মানুষের দান করা রক্ত ছাড়া তার কোন বিকল্প নেই। রক্তদানই মানুষের জীবন বাঁচায় এবং রক্তের চাহিদা মেটে ।
এই রক্তদানকে জন আন্দোলনের রূপ দিতে আহ্বান জানান তিনি। এটা সকল অংশের মানুষের সামাজিক দায়ব্ধতার মধ্যে পড়ে। সারা বছর পর্যায়ক্রমে রক্তদান শিবির চালিয়ে যাবার আহ্বান জানান জেলা শাসক।