আগরতলা: আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠিত হল ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্মী ও কর্মচারী সংঘের। রবিবার সংগঠনের রাজ্য সম্মেলন হয় আগরতলা ভগত সিং যুব আবাসে।
ত্রি-বার্ষিক সম্মেলন হয় এদিন। এই সম্মেলন থেকে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। সর্বভারতীয় বিদ্যুৎ মহা সংঘের মহামন্ত্রী কিশোরী লালজী জানান প্রতি তিন বছর পর সম্মেলনের মধ্যদিয়ে সংঘের নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে সাংগঠনিক বিভিন্ন বিশ্য্য নিয়ে আলোচনা হয়।
উপস্থিত ছিলেন নেতৃত্ব অনুপ আচার্য, সর্বভারতীয় বিদ্যুৎ মহাসংঘের মহামন্ত্রী কিশোরী লালজী, সংগঠনের প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলই সহ অন্যান্যরা।