আগরতলা: বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠতে প্রস্তুত রাজ্য। স্কুল- কলেজ অফিস-কাছারি, বাড়ি ঘরে বাগদেবীর আরাধনায় মেতে উঠবেন সকলে।
প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়ে থাকে। এই বছরও তার ব্যতিক্রম হয় নি। এই বছরও মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগ দেবীর আরাধনায় ব্রতী হবে সকলে।
এই বছর দুদিন পঞ্চমী তিথি। তাই রবিবার এবং সোমবার দুদিনই বাগ দেবীর আরাধনায় ব্রতী হবেন ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। সরস্বতী পূজা উপলক্ষে জমে উঠেছে বাজার।
মৃৎ শিল্পীরা তাদের হাতে তৈরি বাগ দেবীর মূর্তি নিয়ে বাজারে হাজির হয়েছেন। ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী মূর্তি ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এইদিন বাজারে দেখা যায় শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী বাগ দেবীর মূর্তি ও পুজার সরঞ্জাম ক্রয় করতে ব্যস্ত। ব্যস্ত ব্যবসায়ীরাও।
মৃৎ শিল্পীরা জানান এবছর বাজারে মূর্তির চাহিদা ভালই রয়েছে। এই বছর মূর্তির দাম কিছুটা বেশি। কারন মূর্তি তৈরির বিভিন্ন সামগ্রীর দাম বেশি। তবে গত বছরের তুলনায় এই বছর কিছুটা হলেও মূর্তির চাহিদা রয়েছে। সরস্বতি পূজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় পঞ্চমী মেলাও হয়।
এদিকে মূল্য বৃদ্ধির বাজারে দেবীকে তুষ্ট করতে সাধ ও সাধ্যের মধ্যে কিছুতেই খামতি রাখতে চাইছেন না আয়োজকরা।