আগরতলা।।বর্তমান সরকারের আমলে কোনো আন্দোলন করতে হয়না। ৭০০ টাকার ভাতা ২০০০ টাকা করা হয়েছে। এখন বেনিফিসিয়ারির একাউন্টে সরাসরি টাকা ঢুকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ব্যবস্থা করেছেন। বিজেপি সরকার চাইছে মহিলাদের আত্মনির্ভর করতে। তার জন্যে স্বসহায়ক দল গড়া হচ্ছে।

বুধবার টাউন প্রতাপ গড় এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত গণেশ পূজারউদ্বোধন করে এই কথাগুলি বলেন সাংসদ রাজিব ভট্টাচার্য। এদিন গনেশ উৎসব উপলক্ষে বস্ত্র দানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংসদ ছাড়াও ছিলেন বিজেপির সদর জেলা শহরাঞ্চলের সভাপতি অসীম ভট্টাচার্য, সহ অন্যান্যরা। এই পূজা ঘিরে টাউন প্রতাপ গড় এলাকাবাসীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এদিকে দুস্থ মহিলারা নতুন কাপড় হাতে পেয়ে বেশ খুশি। সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *