আগরতলা: প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানোর লক্ষে রাজ্যভিত্তিক পর্যালোচনা সভা।বৃহস্পতিবার রাজধানীর গোর্খাবস্তিস্থিত মৎস্য দপ্তরের কনফারেন্স হলে হয় পর্যালোচনা বৈঠক।

বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন মৎস্য দপ্তরের বিগত দিনের কাজের পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কাজের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী সুধাংশু দাস জানান ২০২৫-২৬ অর্থ বছরে মৎস্য দপ্তর বাজেট থেকে যে অর্থ পেয়েছে সেই অর্থ কি ভাবে ব্যয় করা হবে। চলমান প্রকল্প গুলি সঠিক ভাবে বাস্তবায়ের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি বিগত দিনে যে সকল সমস্যা গুলি সামনে এসেছে সেই গুলিকে সমাধান করার বিষয়েও আলোচনা হয়েছে। দপ্তরের মূল উদ্দেশ্য হল সকল প্রকল্পের সঠিক বাস্তবায়ন করে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা।

একই সাথে ২০২৪-২৫ অর্থ বছরে রাজ্য ও কেন্দ্র সরকার থেকে যে অর্থ পাওয়া গেছে সেই গুলি যে সকল প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হয়েছে, সেই সকল প্রকল্প গুলি সঠিক বাস্তবায়িত হয়েছে কিনা তা নিয়েও আলোচনা করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *