আগরতলা: রাজন্য স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী রাজধানীর দুর্গাবাড়িতে প্রতিবছরের মতো এবারো হচ্ছে বাসন্তী পূজা। শুক্রবার সকালে রীতি নীতি মেনে হয় সপ্তমী পূজা।
সকাল থেকে শহরের বিভিন্ন জায়গা থেকে লোকজন ভিড় জমান। পূজা শেষে অঞ্জলি প্রদান করা হয়।প্রচুর লোকজন অঞ্জলি নেন। দুর্গা বাড়ির পুরোহিত জানান সপ্তমী পূজা শেষে বলী দেওয়া হয়। দুপুরে মাকে ভোগ দেওয়া হয়। সন্ধ্যা ৭ টায় সন্ধ্যা আরতি। রাজ আমল থেকে দুর্গা বাড়িতে বাসন্তী পূজা হয়ে আসছে। এদিকে বাসন্তী পূজা উপলক্ষে প্রতিদিন প্রচুর লোকজন ভিড় জমান।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সের লোক দুর্গাবাড়িতে এসে আনন্দে গা ভাসান এবং মায়ের আশীর্বাদ নেন।