আগরতলা: বিকল্প ব্যবস্থা করার দাবিতে সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি। হাওড়া নদীর দুই পাশকে সাজিয়ে তোলা হচ্ছে প্রকল্প হাতে নিয়ে।

নদীর দুই পাড়ের সৌন্দর্যায়নের কাজ করতে গিয়ে বাঁধের পাড়ে দীর্ঘ বছর ধরে থাকা লোকজনকে অন্যত্র সরতে হচ্ছে। এমনই একটি এলাকা হল জয়পুর। সেখানে বহু বছর ধরে বসবাস করে আসছেন ১৯ টি পরিবার। গরীব এই পরিবার গুলি কোনক্রমে জীবিকা নির্বাহ করে আসছেন। জানা গেছে তাদের ৭ দিনের স্মন্য বেঁধে দেওয়া হয়েছে সরকারি জায়গা থেকে উঠে যাওয়ার জন্য। এতে আতঙ্কিত লোকজন। বাধ্য হয়ে তারা পুর নিগমের মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে সোমবার সদর মহকুমা শাসকের দ্বারস্থ হন।

তারা দাবি জানান বিকল্প ব্যবস্থা করে যাতে বাঁধ সংলগ্ন এলাকা থেকে পরিবার গুলিকে অন্যত্র সরানো হয়। নাহলে সন্তানদের নিয়ে বিশাল সমস্যায় পড়বেন পরিবারের অভিভাবকরা। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *