আগরতলা।।রাজধানীর রামনগরস্থিত সংহতি ক্লাবের পক্ষ থেকে শ্যামা মায়ের পূজার ব্যাপক আয়োজন করা হয়েছে। তৈরী করা হচ্ছে বিরাট মন্ডপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যে মঞ্চ।
রবিবার নির্মীয়মান মন্ডপ ও পূজারস্থল পরিদর্শন করেন ক্লাবের সম্পাদক তথা মেয়র দীপক মজুমদার। প্রস্তুতি কতটা এগিয়েছে সেই বিষয়ে তদারকি করেন। মেয়র সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীকে পূজা মণ্ডপের উদ্বোধন করার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় মণ্ডপের উদ্বোধন হবে। তিন দিন ব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় দর্শনার্থীদের মধ্যে প্রাসাদ বিতরণ করা হবে।
ইতিমধ্যে পূজার প্রস্তুতি অনেকটাই এগিয়েছে। শ্রমিকরা কাজ করে চলেছেন। প্রতি বছরেই দূর্গা পূজার মতো শ্যামা পূজাতেও বেশ সাড়া ফেলে সংহতি ক্লাব। ব্যাপক সংখ্যাক দর্শনার্থীদের সমাগম ঘটে।