আগরতলা: সমবায় দপ্তরে বিভিন্ন পদে লোক নিয়োগে যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে। নিয়ম নীতি মেনে নতুন করে মেধা তালিকা প্রকাশ করার জন্য আই বি পি এসকে বলা হয়েছে। ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক-র তরফে সাংবাদিক সম্মেলনে জানান ব্যাঙ্কের চেয়ারম্যান নাগধিরাজ দত্ত।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এইদিনের সাংবাদিক সম্মেলনে ব্যাঙ্কের চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের এম ডি ভজন চন্দ্র রায়, জি এম অপর্ণা দেববর্মা এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তুলে ধরে জানান, ২০২৪ সালের ৩ মে, ৪ মে এবং ৫ মে আগরতলা, শিলচর, গুয়াহাটি, জোরহাট, ডিব্রুগড় এবং তেজপুরের পরীক্ষা কেন্দ্র গুলিতে লিখিত পরীক্ষা। এই পরীক্ষার উপর ভিত্তি করে আই বি পি এস তিনটি বিভাগে ৬৫৮ জন প্রার্থীর নাম সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছে।২০২৪ সালের ১৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ৬৫৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করে। ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি ব্যাংক আই বি পি এস-এর এস এফ টি পি-এর মাধ্যমে ১৫৬ টি পদের জন্য চূড়ান্ত নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়। এই ফলাফল প্রকাশের পর, ৪ জন প্রার্থীর কাছ থেকে একটি আবেদন জমা করা হয় ব্যাংক কর্তৃপক্ষের কাছে।

এছাড়াও, ত্রিপুরার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের হয়। অভিযোগ ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ নীতি বাস্তবায়নে বিচ্যুতি ঘটেছে। ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ অনুসরণ করে ব্যাংক এখন আইবিপিএসের সাথে যোগাযোগ করছে যাতে সংশোধিত নির্বাচন তালিকা এবং অপেক্ষমান তালিকা যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *