আগরতলা: রীতি নীতি মেনে প্রতিবছরের মতো এবারো দোল পূর্ণিমাতে পূজা হয় বিভিন্ন মন্দিরে। দোল উৎসবের অপর নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বাঙ্গালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে এইটি একটি অন্যতম।
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপর ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসব উপলক্ষ্যে শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন মন্দিরে হয় বিশেষ পূজা।
আগরতলার শ্রীকৃষ্ণ মন্দির ও উমা মহেশ্বরী কালী মন্দিরে দোল উৎসব উদযাপন করা হয়। প্রথা রীতি মেনেই হয়ে থাকে উৎসব। মন্দিরে মন্দিরে চলে সংকীর্তন।